হাত ছিলনা 
আমার কোন হাত ছিলনা , যা ঘটে সব অন্যরকম
আমার ইচ্ছে কেউ শোনেনি, যে যা বলে নিজের
কথন 
আমার কোন তাপ ছিলনা অন্য কারোর যাওয়া আসায় 
নির্বিকল্প একহারা টান ইচ্ছে সুখে খুব ভেসেছি । 
তোমার সাথে ছল করিনি , তিন সত্যি খোদার
কসম 
অন্য ঘাটে পেছল খাবার বান্দা এ নয় , সাচ্চা ইমান 
আমার বুকে জোর ছিলনা মুখ ফেরানোর তোমার থেকে 
আমার কোন ভুল ছিলনা একনিষ্ঠ একলা চাওয়ায় 
আমার সত্যি হাত ছিলনা, নিঠুর কালা , ভুল বুঝেছ 
এমন কি আর পাপ করেছি , আত্মঘাতী ভালবেসে
? 
