Friday 2 March 2012

শুদ্ধসত্ত্ব ঘোষ


রূপকথা  
যেখানে সংশয় আছে সেখানেই কিছু পায়রা মরে আছে; পালকের ছেটানো ভ্রমে কিছু ডানার স্মৃতিযদি আজ-ও নাই পারো ছুঁতে তবে এই দেশ আমাদেরও হবেঅপঘাতে বেঁচে যাবে কিছু কেন্নো-জীবনবাজের চুমুতে ছাই বটগাছ, সদর জংশন জুড়ে কথাকলি ট্রেনের বাণিজ্য ভ্রমণ- ফকিরের ঝোলা থেকে ছিলিমের উঁকিশূণ্য থেকে শুরু করে শূণ্যতায় যে ফিরেছে একমাত্র সেই জানে বই থেকে পান্ডুলিপিতে ফেরা হয়নাযে সমুদ্রস্নান অলৌকিক দাম্পত্যের স্বাক্ষী, তাকে চিঠি লিখছি আজীবনপুনশ্চে লেখা থাকে, আমরাই প্রকৃত রূপকথা পায়রা-বাজারে