Friday 2 March 2012

সূরজ দাশ


কথা যখন ফুরিয়ে যায়

কথা যখন ফুরিয়ে যায়
যখন মনে পড়ে না কিছু
তখন আকাশ দেখি আর
গাছেদের নীরবতার কথা ভেবে
নিজেকে আশ্বস্ত করি
 
মনে মনে বলি
মানুষের কাঙালপনা দেখার চেয়ে
গাছই ভালো , দাঁড়িয়ে দাঁড়িয়ে
আকাশের দিকে হাত বাড়ানো যায়
মেঘেদের সাথে কথা বলা যায় যত খুশি
 
এ সব করেই ভালো থাকি এখন
এ সব ভাবতে ভাবতেই আরও হাজার বছর
ভালো থাকতে চাই , আরও আরও
নৈশব্দের ভেতর ডুবে থেকে ছুঁতে চাই
জীবনের ফুল ফুল সবুজ বিষাদ