Friday 2 March 2012

মহাশ্বেতা আচার্য মহাশ্বেতা আচার্য


ব্রত 
অযাচিত প্রাপ্তির ভিড়ে হারিয়ে যাচ্ছি ফের...
দিবারাত্র হাজার হাজার আলো সব
ছিন্ন মুহূর্তে এসে পড়ে
নিস্তব্ধ হয়ে যায় আবার আবার...
 
জানি না কোথায় তাদের সমাপ্তি
আমি সূচনাও খুঁজিনি কখনো,
তবু অসংখ্য আলোকবর্ষ তাকিয়ে থেকেছি একা...
আর দূরত্বে একে একে সমর্পণ করেছি দিন রাত আবহমান শোক
 
দেখো, চিরন্তন সখ্যতায় আজও প্রতি অনুপলে
জড়িয়ে ধরে আছি নিয়তি
- আমার উপবাস তোমার অরন্ধনে...