Friday 2 March 2012

মার্ক অন্তিম


বোধ

একদিন হঠাৎ করেই আমার জ্যান্ত পাখি পুড়িয়ে খাবার ইচ্ছা হলআর ইচ্ছা হওয়া মাত্রই আমার খাঁচায় বন্দী দুটি লাভ বার্ডের একটি ধরে নিয়ে গ্যাসের চুলোয় পুড়ানো শুরু করলামপাখিটি অবশ্য প্রাণপণে বাঁচবার চেষ্টা করছিল যদিও তা নিরর্থক ছিলধীরে ধীরে পুড়ে যাওয়া পাখিটি আমার কাছে অতীত হতে থাকলআমি পাখাশুদ্ধ খাওয়া শুরু করলামকোন স্বাদের অস্তিত্ব না বুঝলেও পেয়েছিলাম দানবীয় তৃপ্তিপরদিন সকালে উঠে ঐ লাভ বার্ডটি দেখা শুরু করলামসঙ্গীহীন যে সে তার কোন অনুভূতি নেইনেই চিৎকার, নেই আর্তনাদখাবার পাওয়ামাত্রই ছিল উৎফুল্লএটাই আমার দৃষ্টিকটু লাগলোমনে প্রশ্ন জাগল,একাকীত্ব কি ভালবাসার পাখিই বুঝে না? নাকি একই ঘরে থাকলেও ভালবাসা সৃষ্টি হয় না যদিও কথা এসে যায় জৈবিকতারএকটু পরেই এই পাখিটিকেও গলা টিপে মেরে ফেললামকিন্তু রক্ত বের হয়নি দেখে অবাক হলামএটাও শিখলাম, শরীরের বাহিরের ক্ষত আর ভিতরের ক্ষত এক নয়!