Friday 2 March 2012

নির্মাল্য বন্দ্যোপাধ্যায়


পাখি ও পাগল


সমান্তরাল চলিঅন্তরাল শব্দটি বিযাদ ডেকে আনে
স্থানু সরণীতেকাটাকুটি খেলা দিনের সাঁতার ডুবে যায়
অনর্থের ভাসানপুকুরেএক পরিমিতি বিহীন জ্যামিতি
পেরিয়ে চলো হে মন ভরানদী গুরুবাক্য সাবধানের মার...

মারের ও সাবধান নেইতাসঘরনেই ন্যায্য-অন্যায্যের বোধ
গা-ঘেঁষে বসার ইচ্ছা বারোয়ারী আবর্তের পরিপূর্ণতায়
সম্পর্ক আগাছা ছিলামন্ত্রশক্তি অসংকোচ শারীরি রোপণ
মনের ভ্রমর বেঁচে থাকপাখি যাহা যায় পাগলের যায়..