Monday 20 February 2012

উদয়ন ঘোষ চৌধুরি


অর্ধনারীশ্বর  

শরীরে কবন্ধ আমি, ফেটে পড়ছে নাভি
সর্পের শিশ্নমুখে লগ্ন হয়ে আছি (না, শঙ্খ ভেবো না)
সূর্যমুখে মাখিয়েছি ওঁমূত্রবমিস্রাব (আলপনার স্নেহে)
স্তনের শিরায়, দ্যাখো দ্যাখো, ছুঁয়ে দ্যাখো, অগ্নি পুঁতেছি
চকিত মাছের মত খেলেছি তলপিচ্ছিলে
স্বৈরিণী পাখিদের গান, আঃ, এই ভোরে, কেন যে জাগায়!
শুক্রলালাঋতুরসপুঁজ চেটে চেটে, ইস্‌, খেয়ে খেয়ে
পুষ্ট কোষ পুষ্ট কেশ পুষ্ট শ্রোণিভার ঊরু-ও মাতৃক 

মধ্যরাতের আলোয় দশনখে চিরে ফেলি, দেখি, নম্র বীজাধার
দেবীর কাঠামোশাঁস জলে ভেসে জলে পুঁড়ে খাক অস্থিসার