Monday 20 February 2012

অলক বিশ্বাস


রথ (কাব্যগ্রন্থঃ বাতাবিলেবুর ফুল)


মুখোমুখি বসেও হয়নি বলা
আঁধার সরিয়ে হও জ্যোৎস্নার রাত
মুগ্ধ শব্দমালায় পুরুষ বেহুঁশে
বলিনি বাড়াও হাত।

তথাপিও, নিশিরাতে ধরা গেলে আকাশের ছায়া
তারারা দূরত্ব মেপে সরেছে যোজন পথ
ভ্রমর চুমুর আগে, ভাঙন চাঁদের
বৃথা ওড়ানো পুষ্পরথ।