Monday 20 February 2012

প্রীতম কুমার রায়

অনধিকার চর্চা  


বারুদের গন্ধে গন্ধে ছুটে এলাম রান্নাঘরে
কতোরকম যন্ত্র, মশলাপাতি-
আঁচলে হলুদ লাগিয়ে বাটনা বাটছে কেউ
কেউ গরম তেল বাঁচিয়ে মাছটা-
আলুর চোঁচা বঁটির গা থেকে
 
উড়ে আসছে- উল্কাপাতের মতো;
আমি আঁশ বটির ধার পরীক্ষা করতে গিয়েই
 
রক্তারক্তি!

লেগে গেল যুদ্ধ...

শামিয়ানা ছিঁড়ে, ঘরকন্না উল্টে
 
শেষে এক লাফে রেডক্রস
টেবিলে শান্তি বৈঠক, এলো অধিকার ভঙ্গের নোটিশ, আর
 
আমার থালা ভর্তি যুদ্ধের ফসল!