Monday 20 February 2012

অনুপম চৌধুরি


দাদা, জুবিন এত পরামর্শ ত্রিভুজ সিকুয়াল...।।   

কবিতা এখন হয়ে উঠে না-
সে কবেই মাঠে মারা গেছে...
              
            (১)
জীবনের নানা জটিলতা ডিঙিয়ে
আজো নাড়ায় হাত, সাঁতরিয়ে
হয়তো অজান্তে চারপাশ ঘিরে
নিঙরে নিচ্ছে বহুদুরতা, মাড়িয়ে
                (২)
শান্তির শাদা পায়রা, উড়তে গিয়ে মাঠেই মারা
যন্ত্রণার গোলক ধাঁধা, ক্ষণে ক্ষণে খোলস হারা
হিশেবে গরমিল এপাশ-ওপাশ, চারদিক
শেষ নিঃশ্বাসে ফোটে জঠিলতা দিগ্বিদিক
                (৩)
ভালবাসার রঙিন স্বপ্ন রোগাক্রান্ত ব্যাডে ছটফট
সপ্নাতুর মনের লালিত বীজ, ঢেকুর তোলে, ভাঙে দাপট
কি পেয়েছে প্রশ্নে, চালায় চিন্তার যাঁতাকল
মনে পড়ে, এইতো সেদিন-
পরিয়েছে সোনার মল