Monday 20 February 2012

সরদার ফারুক



কবি

বৃষ্টির ফোঁটায় আবাহন ,
বিসর্জন ঘন কুয়াশায় -
সব প্রেমিকের সমান বয়সী কবি
অভিমানে ছিঁড়ে ফেলে উপবীত -
সময় হয়েছে তেতো সিরাপের স্বাদে
ঠোঁট ভেজানোর ।
তোমাদের কুমারীরা নিরাপদ ছিলো
ঘরের লক্ষীর দিকে বাড়ায়নি হাত ;
তোমাদের ফসলের ক্ষেতে
কাকতাড়ুয়ার বেশে, রোদে জলে
দাঁড়িয়ে থেকেছে ।